করোনা আবহে বানভাসি অসম, জলের তলায় ১১০ টি গ্রাম, গৃহহীন লক্ষাধিক

Loading

অসম: প্রত্যেকবারই বন্যায় বেহাল হয় অসমের অবস্ত্যহা। এবার বর্ষার শুরুতেই ফের একই অবস্থা। বানভাসি পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমে। এখনও পর্যন্ত সেই রাজ্যের সাতটি জেলা অবস্থা শোচনীয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

সবমিলিয়ে রাজ্যে বন্যায় মৃত্যু বেড়ে ৬ হয়েছে। সরকারি সূত্রে খবর, অসমের ছয় জেলার ৩.৭ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল শনিবার নলবাড়ি জেলার বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। প্লাবনে ক্ষতিগ্রস্ত বাঁধগুলি যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতে জলসম্পদ দফতরের আধিকারিকদের নির্দেশ দেন ।

অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, হোজাই জেলার ৯৫ হাজার ও পশ্চিম কারবি আংলং জেলার ২০ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইতিমধ্যে ৭,৭০০ হেক্টর কৃষিজমি তলিয়ে গিয়েছে জলের তলায়। ১২০টি ত্রাণ শিবিরে মাথা গুঁজেছেন প্রায় ৫৩০০ মানুষ।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: