Assam may bring two child policy
গুয়াহাটি :অসম সরকার আনতে চলেছে দুই সন্তান নীতি | আগামী মাসে অসমের রাজ্য বিধানসভায় এই আইন সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভবনা রয়েছে | আগত আইন অনুযায়ী কোনো ব্যক্তির কেবলমাত্র দুজন সন্তান সরকারি চাকরি পাওয়ার সুযোগ পাবে এবং সরকারি সুযোগ সুবিধা পাবে |
বৃহস্পতিবার অসমের সংসদ বিষয়ক মন্ত্রী পিযুষ হাজারিকা জানান , কীভাবে আইনটি পেশ হবে, কী কী বিষয় আইনের অন্তর্ভুক্ত করা হবে – রাজ্য সরকার সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করছে |তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি | তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা এই নীতিটিকে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে প্রয়োগ করেছি |কিন্তু বর্তমানে এই নীতিটিকে আমরা সরকারি চাকরি, সরকারি জনসেবামূলক প্রকল্পের আওতায় আনতে চলেছি | যদিও কোনো কিছুই এখনও স্থির হয়নি |
২০১৮ সালের অসম পঞ্চায়েত অ্যাক্ট,১৯৯৪ অনুযায়ী, পঞ্চায়েত ভোটে লড়তে গেলে প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং উপযুক্ত শৌচাগারের অধিকারী হতে হবে | একই সাথে এই দুই সন্তান ব্যবস্থা তাদের উপর প্রযোজ্য|
গতসপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা এই প্রসঙ্গে ঘোষণা করেছিলেন, রাষ্ট্র পরিচালিত প্রকল্পগুলিও ধীরে ধীরে দুই সন্তান নীতির আওতায় আসবে| প্রসঙ্গত এই ঘোষণার কিছুদিন আগে এক বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন , তারা যদি পরিবার পরিকল্পনার নিয়ম মেনে চলে|তবে ভূমি দখলের মত সামাজিক সমস্যার সমাধান হতে পারে | মুখ্যমন্ত্রী বলেন , জনসংখ্যার বিস্ফোরণ যদি এভাবে চলতে থাকে তবে একদিন কামাখ্যা মন্দিরেরও জমি দখল করতে হবে |এমনকি আমার বাড়ির জমিও|
Assam may bring two child policy