উপসর্গহীন ভাবে কোভিড পজিটিভ মিলল দিল্লি মেট্রোর ২০ জন কর্মীর শরীরে
নিউদিল্লি: দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। দিনের পর দিন রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী সেই সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় একাধিক ক্ষেত্রে সাথে বন্ধ আছে মেট্রো পরিষেবাও। এতদ সত্ত্বেও কোভিড পজিটিভ ধরা পড়ল দিল্লি মেট্রোর ২০ জন কর্মীর শরীরে। যা নিয়ে ফের উদ্বেগে দিল্লি মেট্রো রেল কতৃপক্ষ।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) শুক্রবার এক বিবৃতিতে এই আক্রান্তের খবর জানায়। সেই বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ওই ২০ জন কর্মীর শরীরে করোনা ধরা পড়ে উপসর্গহীন ভাবে।
এমনকি সূত্রের খবর, এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ডিএমআরসি-র তরফে জানানো হয় যে , মেট্রো পরিষেবা চালু করার আগে সব কর্মীদের করোনা পরীক্ষা করা হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে ও হচ্ছে। মূলত রাজধানীতে আক্রান্ত হচ্ছেন স্থানীয় রাই। আর সেরেও উঠছেন দ্রুত। বন্ধ রাখা হয় দিল্লি লাগোয়া সব আন্তঃরাজ্য বর্ডারই।