BREAKING: বিধ্বংসী আগুন জলবিদ্যুৎ কেন্দ্রে, আটকে কমপক্ষে ৯ কর্মী
হায়দরাবাদ: বিধ্বংসী আগুন লাগল তেলঙ্গানার শ্রীশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রে। রাত শেষের দিকে লাগা এই আগুনে আটকে রয়েছেন ৯ কর্মী।
ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল। প্রাথমিক ভাবে মোট ১৯ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছিল। এরমধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়। বাকি ৯ জন এখনও আটকে।
জানা গিয়েছে, আটকে পড়াদের উদ্ধার করতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে খবর পাঠানো হয়েছে।
সূত্রের খবর, শর্ট সার্কিটের জেরেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরে যায়। সে সময় সেখানে অন্তত ২০ জন কর্মী আটকে ছিলেন বলে খবর। ১০ জনকে উদ্ধার করা গেলেও বাকি দশজন এখনও সেখানে আটকে রয়েছে।
গত কাল রাত থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী ও রাজ্যের দমকলবাহিনী আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি।
তেলেঙ্গানার মন্ত্রী জি জগদীশ্বর রেড্ডি জানান, “গতকাল রাতে সাড়ে দশটা নাগাদ তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রটির এক নম্বর ইউনিটে আগুন লাগে।
সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। যাঁরা ভিতরে আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সিঙ্গারেনি কয়লা খনির বিশেষজ্ঞদের থেকে সাহায্য নেওয়া হচ্ছে।