শুটিংয়ের শুরুতেই বিঘ্ন টলিপাড়ায়
কলকাতা: ফিল্ম, সিরিয়ালের শুটিং এ নারাজ কেয়ারটেকার সংগঠন। টালিগঞ্জের কোন বৈঠকে ডাকা হয়নি তাদের এবং তাদের চিকিৎসা বা স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে কোনো রকমের গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
শ্যুটিংয়ে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নানা ধরনের গুরুত্বপূর্ণ জিনিস সরবরাহ করে থাকে তারা। তবুও, তাদেরকে অগ্রাহ্য করা হয়েছে বলে বুধবার থেকে তারা সরবরাহ করা বন্ধ করে দেবে জিনিসপত্র এমনটাই দাবি জানিয়েছেন কেয়ারটেকাররা।
টালিগঞ্জের অন্য মহলে শুটিং করার জন্য হয়েছে বৈঠক কিন্তু সেই বৈঠকে কোনরকম সমঝোতা পত্র তৈরি বা স্বাক্ষর করা হয়নি। যতদিন না পারস্পরিক সমঝোতা পত্র তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং শুরু করা প্রায় অসম্ভব।
কারণ ক্যামেরা থেকে আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই এখনো শুটিং ফ্লোরে এসে পৌছায়নি যার ফলে শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না।
সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল টলিপাড়ায় শুটিং। সম্প্রচারের দিন নির্ধারিত হয়েছে ১৫ ই জুন।