কলকাতা – হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকছেন না মমতা, শনিবার প্রধানমন্ত্রীর দফতরকে রাজ্যের তরফে একথা জানিয়ে দিয়েছে নাবান্ন।তবে মুখ্যমন্ত্রী কেন থাকছেন না সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে হাজির থাকার কথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীরও। কিন্তু গতকালশেষ মুহূর্তে সেই অনুষ্ঠানে মমতা থাকবেন না বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।