পাটনা – বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে, কংগ্রেসের সভায় বেজে উঠল ‘লায়লা ও লায়লা’ গান তার সুরে তাল মেলালেন এক যুবতী। শনিবার সরাইকেলায় আয়োজিত হয়েছিল ‘কিষাণ জনক্রোশ র্যালি’। সেখানেই বাজতে দেখা গিয়েছে বলিউডের এই গান
এ নিয়ে, ঝাড়খণ্ড বিজেপির তরফে এক টুইটে ভিডিওটি শেয়ার করা হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি।
বিজেপির দাবি, ওই নাচের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের দলীয় নেতারাও। কী করে কৃষক আন্দোলনের সমর্থনে করা ঝাড়খণ্ডের ওই সভায় বলিউডের নাচগানের আয়োজন করা হল, সেপ্রশ্ন তুলে কংগ্রেসকে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির কটাক্ষ, ”এটাই কংগ্রেসের সংস্কৃতি, জনসমর্থন না পাওয়ায় ভিড় জমাতে এই ধরনের আয়োজন করে কী বোঝাতে চাইছে দলটি?” এমনকী খোঁচা মেরে এমন প্রশ্নও তুলেছে, এরপর কি পর্নস্টার মিয়া খলিফাকে দেখা যাবে কংগ্রেসের সভায়! যদিও, নাচটি কংগ্রেসের সভামঞ্চে হলেও শেয়ার হওয়া ভিডিওয় কংগ্রেসের কোনও বর্ষীয়ান ও গুরুত্বপূর্ণ নেতাকে দেখতে পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতাদের দেখা গিয়েছে বলে দাবি।
কৃষি আইনের প্রতিবাদের মতো এক গুরুতর ইস্যু নিয়ে সভা করার সময় কী করে এমন চটুল নাচগানের আয়োজন করা হল সে প্রশ্ন তুলেছেন সাধারণ নেটিজেনরাও।