নয়াদিল্লি- Reserve Bank of India- র নিয়োগ করা কমিটি এবার প্রস্তাব দিল ইন্টার চেঞ্জ চার্জেস বৃদ্ধি করার জন্য ৷ বলা হয়েছে, এটিএম থেকে ৫ হাজারের বেশি টাকা তুললে চার্জ কাটার ব্যবস্থা হোক।
টাকা তোলার ক্ষেত্রে ৫০০০ টাকা লিমিট করে দেওয়া হলে সমস্যায় পড়বেন বহু মানুষ। মাস কাবারির টাকা দুদিন গিয়ে তুলতে হবে গ্রাহককে। আপদে বিপদেও মুশকিল।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৭ টাকা এবং নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৭ টাকা চার্জ করা হবে।
এই নিয়ম এখনও কার্যকর করা হয়নি, তবে যদি এই নিয়ম জারি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষকে রীতিমত সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।