নদীয়া: বৃহস্পতিবার করিমপুর থানার গাড়ি চালককে খুন করার চেষ্টা করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ৫৬-এর বাইতুল খাঁন, পেশায় থানার গাড়ি চালক।
বৃহস্পতিবার কাজ থেকে ফেরার সময় আচমকা তাঁর উপর হামলা করে এক দল দুষ্কৃতি। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ও ৩ টি গুলিও করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে করিমপুর পাঠান পাড়া এলাকায়।
বাইতুল খাঁনের ছেলে আরোজ খাঁন বলেন, ‘বাবা করিমপুর থানায় অস্থায়ী গাড়ী চালানোর কাজ করেন। গত কাল বাবা থানা থেকে বাড়ী ফেরার পথে আমাদের বাড়ীর কিছুটা আগে বাবাকে ৪ জন ব্যক্তি দাঁড় করিয়ে আচমকা ওরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ও ৩ টি গুলিও করে পালিয়ে যায়। আমার দাদা দূর থেকে দেখতে পেয়ে ছুটে গেলে হামলাকারীরা নিজেদের ২টি বাইকে চেপে পালিয়ে যায়’।
এরপর গুলিতে জখম বাইতুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।