কলকাতা: মঙ্গলবার বিকেলেই আগস্ট মাসের লকডাউনের তালিকা ঘোষণা করেন মূখ্যমন্ত্রী। তার এক ঘন্টার মধ্যেই ফের বদল ঘটায়। তবে এখানেই থেমে না থাকা রাতে ফের সরকারের তরফে টুইট করে ঘোষণা করা হয় যে ২ আর ৯ তারিখ পূর্ব ঘোষণা অনুযায়ী লক়াউন বহাল থাকছে না রাজ্যে।
তবে বারবার এমন তারিখ বা দিনক্ষণ বদল নিয়ে এবার সরকারের তরফে ব্যাখ্যা দেওয়া হয়। যেখানে বলা হয়, এই দিন গুলোতে একাধিক সম্প্রদায়ের উৎসব পড়ছে। যার কারণে সরকারের কাছে অনুরোধ আসতে থাকে যে ওই দিন গুলোতে যাতে লকডাউনে ছাড় দেওয়া হয়। তাই সব সম্প্রদায়ের ভাবাবেগ কে মর্যাদা দিতেই বারবার এমন বদল ঘটানো হচ্ছে বলে বলে জানায় সরকার।
তবে একাধিক মহল থেকে এমনও বিষয় উঠে আসছে যে, মানুষজন এমনিতেই করোনার মধ্যে ব্যাপক বিভ্রান্ত। তার মধ্যে সরকারের এমন বারবার দিনক্ষণ বদলে মানুষজন আরও বিভ্রান্ত হয়ে পড়বে না তো!