অযোধ্যায় নতুন মসজিদের নামকরণ হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর নামে

শিল্পীর চোখে অযোধ্যা মসজিদ
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

উত্তরপ্রদেশ: সোমবার সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে, অযোধ্যায় পাঁচ একর জমির ওপর তৈরি নতুন মসজিদের নামকরণ হবে স্বাধীনতা সংগ্রামীর নামে। বোর্ডের তরফে জানানো হয়েছে, অযোধ্যার ধন্নিপুর গ্রামে তৈরি এই নতুন মসজিদটির নাম হবে মৌলবী আহমদুল্লা শাহ ফৈজাবাদীর নামে। এর আগে এই মসজিদটি জায়গার নামেই নামকরণ করা হয়েছিল। কিন্তু তারপর বোর্ড সিধান্ত নেয় এই মসজিদের নাম হবে, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে। তাই তার নামেই নামকরণ করা হবে মসজিদের।

ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টারের মুখপাত্র আথার হুসেন বলেন, বোর্ডের সদস্যদের তরফ থেকে প্রস্তাব এসেছিল। তাদের দাবি মতোই একজন স্বাধীনতা সংগ্রামীর নামে এই মসজিদের নাম রাখা হল। তাঁকে গঙ্গা, যমুনা ও হিন্দু-মুসলিমের ঐক্যের প্রতীক হিসাবে ধরা হয়। জানা গিয়েছে ওই পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও তৈরি হবে কমিউনিটি কিচেন, হাসপাতাল, মিউজিয়াম ও ইন্দো-ইসলামিক রিসার্চ সেন্টার।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন……মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমলেও বুধবার সেই ফিরে এলো আগের পর্যায়ে

এর আগে অবশ্য উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছিল মসজিদের নাম বাবর বা কোনো মুঘল সম্রাটের নামে রাখা যাবে না। তখন থেকেই কী নাম রাখা হবে এই নিয়ে চর্চা চলছিল। এরপর বোর্ডের কাছে মসজিদের নাম সুফি মসজিদ বা আমন মসজিদ করার প্রস্তাব এসেছিল। তখন বোর্ডের তরফে জানানো হয়, মসজিদের নাম এমন একজনের নামে রাখতে হবে, যাতে তা ইন্দো-ইসলামিক মতাদর্শের সঙ্গে খাপ খায়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরি জন্য পাঁচ একর জমি দেওয়া হয়েছিল।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment