নয়াদিল্লি: করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
চিকিৎসকের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইটে জানিয়েছেন বাবুল ৷ তিনি জানিয়েছেন, ‘মেদান্তা হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। বাড়িতে নিজের ঘরে মঙ্গলবার পর্যন্ত আলাদা থাকব। মঙ্গলবার পর্যন্ত দেখব কোনও উপসর্গ দেখা দেয় কিনা’।
প্রসঙ্গত,করোনা আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি নিজেই এমনটা জানিয়েছেন। ট্যুইট করে সেই খবর জানান বিজেপির এই শীর্ষ নেতা৷ ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন।
রবিবার বিকাল ৫ টার কিছু আগে টুইট করে অমিত শাহ জানান, করোনার প্রাথমিক উপসর্গগুলি দেখা গিয়েছিল তাঁর শরীরে, তারপরই তিনি পরীক্ষাটি করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীর ঠিক আছে বলেই আশ্বস্ত করেছেন বিজেপি নেতা। তা সত্ত্বেও চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেছেন।