ফের বিনোদন জগতে খারাপ খবর, প্রয়াত হলেন অভিনেত্রী গীতাঞ্জলি কম্বলি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ফের বিনোদন জগতে খারাপ খবর, প্রয়াত হলেন অভিনেত্রী গীতাঞ্জলি কম্বলি

মুম্বই: ২০২০ সালে বিনোদন জগতে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে বিনোদন শিল্প জগত থেকে হারিয়ে গেলেন আরও এক শিল্পী। সাহি রে সাহি ফেম অভিনেত্রী গীতাঞ্জলি কম্বলির ক্যান্সারের সঙ্গে লড়াই অবশেষে শেষ। শনিবার সকালে মুম্বাইয়ের চরনি রোডের সাইফি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ক্যান্সার নিয়ে গীতাঞ্জলি কম্বলির সকল লড়াই ব্যর্থ হয়। মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। গীতাঞ্জলি ছিলেন সিন্ধুডুর্গ জেলার মালওয়ানে। তিনি কাজের জন্য মুম্বাই এসেছিলেন। এখানেই তিনি তাঁর কাজের জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন। তবে এর মধ্যেই তিনি ক্যান্সারে আক্রান্ত হন। কিছুদিন ধরে তার চিকিৎসা চলছিল।

২০১২ সাল থেকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তার আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। সারা জীবন তিনি মালভানি নাট্যক্ষেত্রের হয়ে কাজ করেছিলেন।

করোনা ভাইরাসের কারনে লকডাউন হওয়ায় নাটক ট্যুর বন্ধ হয়ে যায়। যার ফলে তাঁর আর্থিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল। কিছুদিন আগেও তিনি সাহায্যের আবেদন করেছিলেন। গীতাঞ্জলির স্বামী লাভরাজ কাম্বলি তাঁর সমস্ত যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন।

কেদার যাদব পরিচালিত ‘সহী রে সাহি’ নাটকে অভিনেতা ভারত যাদবের সাথে গীতাঞ্জলি কম্বলির অভিনয় এখনও দর্শকদের মনে পড়ে। তিনি প্রয়াত মালভানী নাট্য সম্রাট মাছিন্দ্র কম্বলির রচিত ‘বাস্তরহরণ’ নাটকেও অভিনয় করেছিলেন। গীতাঞ্জলি অর্ধশতাধিক বাণিজ্যিক নাটকেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি ‘বকুলা নামদেব ঘোটালে’, ‘টাটা বিড়লা’ এবং ‘গালগলে নিঘলে’ ছবিতে অভিনয় করেছিলেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment