লড়াই ২৪ ডেস্ক: শোভন-বৈশাখী সম্পর্কে নতুন মোড়। স্বামী মনোজিৎ মন্ডলের থেকে বিবাহবিচ্ছেদ চাইলেন বৈশাখী। তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিগত কয়েক বছর ধরেই অন্য একজন মহিলার সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন। এবং এই কথা তাঁর স্বামী তাঁকে আগেই নিজে থেকে জানিয়েছিলেন। তিনি আরও জানান, মনোজিৎ ও তাঁর বান্ধবী বাইরে ঘুরতে গিয়েছেন। নতুন করে জীবন শুরু করতে চায় তাঁরা দুজন সেই কারণেই এই পদক্ষেপ নিলেন বৈশাখী।
এই বিষয়ে অবশ্য বৈশাখীর স্বামীর বক্তব্য, ‘মনের দিক দিয়ে যখন আলাদা হয়েছি, তখনই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনে বৈশাখী আছেন কোথায়? তিন বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। তাই আমি কার সঙ্গে থাকব সেটা ও ঠিক করে দিতে পারে না। ও ভাল থাকুক।’
Read more………….পরকীয়ায় বাঁধা, স্ত্রী-র হাতেই খুন স্বামী
যদিও এই ক্ষেত্রে বৈশাখীর বক্তব্য, ‘যখন শোভনের সঙ্গে আমার সম্পর্ক হয়, তখন আমি মনোজিৎকে সবই জানিয়েছিলাম। কিছু লুকিয়ে রাখিনি। আমরা সিধান্ত নিয়েছি মিউচুয়াল ডিভোর্স করার।’ তিনি আরও বলেন, ‘জোর করে কোনো সম্পর্ক টেকে না। মনোজিৎ-এর সঙ্গে আমার সম্পর্কে কোনও ফাঁক ছিল বলেই শোভন আমার জীবনে এসেছে।’
তবে কি ডিভোর্সের পর শোভনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? বৈশাখীর উত্তর, ‘বিয়ে হবে কিনা তা সময়ই বলবে। শোভনের সঙ্গে আমার সম্পর্ক স্বপ্নের মতো। একটা সুন্দর স্বপ্ন যেমন হয়, আমার প্রতিটা দিন তেমনভাবেই কাটে।’ আর তাঁর এই মন্তব্যে বিয়ের জল্পনা উসকে দিলেন বৈশাখী।