সারল্য
– কিশোর
বিকেলগুলো ভর করেছে পুকুরজলে,
রাস্তা সোজা…অনেকদূর, আকাশতলে।
এরই মাঝে বুনো কাশফুল কুড়োয় দস্যিরা,
ভাইরাস নেই। শুধু সেজে উঠেছে ছোট্ট পাখিরা।
ফুল কুড়োবার সঙ্গী হব আমিও?
সাধ্য কোথায়? এমন সারল্য
কোথাও পেলে জানিও।।
সারল্য
– কিশোর
বিকেলগুলো ভর করেছে পুকুরজলে,
রাস্তা সোজা…অনেকদূর, আকাশতলে।
এরই মাঝে বুনো কাশফুল কুড়োয় দস্যিরা,
ভাইরাস নেই। শুধু সেজে উঠেছে ছোট্ট পাখিরা।
ফুল কুড়োবার সঙ্গী হব আমিও?
সাধ্য কোথায়? এমন সারল্য
কোথাও পেলে জানিও।।