বাংলাদেশ থেকে কলকাতায় এসে করোনার শিকার ৬ মাসের শিশু
কলকাতাঃ বাংলাদেশ থেকে কলকাতায় এসে করোনা আক্রান্ত হলো ৬ মাসের এক শিশু।পরিবারের দাবি শিশুটিকে কলকাতায় আনা হয়েছিল অন্য রোগের চিকিৎসা করাতে,এবং বেসরকারি হাসপাতালে অনেক অংকের বিল পূরণ করতে গিয়ে দাঁড়ায় দালালের চক্করে পড়ে তাদের খোয়াতে হয় সমস্ত কিছু।
এরপর শিশুটি শিকার হয় করনা সংক্রমণের। মা ও শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে এবং বাবাকে পাঠানো হয় কোয়ারান্টিনে। শিশুটির বাবার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে মোটা টাকার বিল আসে। দালালের চক্করে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হয় তাদের,যার ফলে আরো জটিলতা বৃদ্ধি পায়।
স্বাস্থ্য ভবন সূত্রে বলা হয়, শিশুটির করনার চিকিৎসা চলাকালীন আগের ওষুধ দেয়া যাবেনা পরীক্ষার রিপোর্ট সম্পূর্ণভাবে নেগেটিভ আসলেই তবেই দেয়া যাবে আগের রোগের ওষুধ। বাংলাদেশ থেকে কলকাতায় এসে এভাবে প্রতারিত হওয়ার ঘটনা সামনে আসার ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন। শিশুটিকে সম্পূর্ণভাবে সুস্থ করে বাড়ি ফেরাতে চান বলে জানিয়েছেন তারা।