Bangladeshi actor Pori moni
লড়াই ২৪ ডেস্ক : বাড়িতে বিপুল পরিমানে মদ পাওয়ার অভিযোগে গ্রেফতার ওপার বাংলার নায়িকা পরীমনি। বুধবার অতিনাটকীয়ভাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করে RAB।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ সংবাদমাধ্যমের সামনে RAB-এর এই অভিযান ও পরীমনিকে আটক করার ব্যাপারটি নিশ্চিত করে। তিনিই জানিয়েছেন, নায়িকার বাড়ি থেকে বিপুল পরিমাণে মদ এবং মাদক উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত বুধবার বিকাল ৪টার কিছু পর সাদা পোশাকে র্যাবের ৩-৪ জন সদস্য পরীমনির বাসায় গিয়ে দরজা খুলতে বলেন। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী অভিযোগ করেন ‘বিভিন্ন পোশাকে’ কিছু লোক এসে তাঁকে তুলে নিয়ে যেতে চাইছে। পরে RAB-এর সদস্যরা পরীমনিকে আটক করে।
আরও পড়ুন – নিউটাউন পর্ণকান্ডে নয়া মোড়, দমদম থেকে গ্রেফতার পর্ণ ছবির নায়ক
মাদক ছাড়াও পরীমনির বিরুদ্ধে সিনে জগতের আড়ালে নিষিদ্ধ পর্নো ব্যবসায় নাম লেখানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। পরীমনি ছাড়াও বেশ কয়েকজন মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
গোটা ঘটনায় বাংলাদেশে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। পরীমনির আটক ও তারপর তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগে অবাক বাংলাদেশ।
Bangladeshi actor Pori moni