WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা:  নয়া অর্থবর্ষ শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে। আর সেই সঙ্গেই কার্যকরী হচ্ছে একাধিক নিয়ম।  রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার মেনেই এপ্রিলের ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও চারটি রবিবার বন্ধ তো থাকবেই ব্যাঙ্ক সেই সঙ্গে  আরবিআইর ক্যালেন্ডার মেনেই রাম নবমী, গুড ফ্রাইডে, বিহু জগজীবন রামের জন্ম ও তেলগু নববর্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অবশ্য  নির্দিষ্ট অঞ্চল অনুযায়ী, ব্যাঙ্কের বন্ধ থাকার দিনও ভিন্ন হয়।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক…

১ এপ্রিল – নতুন বর্ষের অ্যাকাউন্টের ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২ এপ্রিল – গুড ফ্রাইডে

৪ এপ্রিল – রবিবার

৫ এপ্রিল – বাবু জগজীবন রামের জন্মদিন

৬ এপ্রিল – তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন

১০ এপ্রিল – দ্বিতীয় শনিবার

১১ এপ্রিল – রবিবার

১৩ এপ্রিল – তেলগু নববর্ষ/গুধি পাদওয়া/ বোহগ বিহু/ বিজু অনুষ্ঠান

১৫ এপ্রিল – হিমাচল দিবস/ বাংলা নববর্ষ/ বোহগ বিহু

১৬ এপ্রিল – বোহগ বিহু

১৮ এপ্রিল – রবিবার

২১ এপ্রিল – শ্রী রাম নবমী

২৪ এপ্রিল – চতুর্থ শনিবার

২৫ এপ্রিল – রবিবার

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার