স্ত্রীর উপর সন্দেহ করে খুন, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর
বাঁকুড়া: মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরও স্ত্রীর ওপর থেকে সন্দেহ কাটেনি স্বামীর। আর সেই সন্দেহের অন্তিম পরিণতি হল অত্যন্ত মর্মান্তিকভাবে।
স্ত্রীকে খুন করে বিষ খেলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা মৌচড়া গ্রামের বাউড়ি পাড়ায়। মৃতার নাম দুর্গা বাউড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামী নিতাই বাউড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে সন্দেহ করতেন নিতাই। তা নিয়ে মাঝেমধ্যে পরিবারে অশান্তি লেগেই থাকত। ইদানীং অবশ্য অন্যান্য কারণেও অশান্তি হত। মেয়ে বিবাহিত হলেও কয়েকদিন ধরে বাপের বাড়িতে রয়েছেন।
শনিবার রাতে মায়ের সঙ্গেই ঘুমিয়েছিলেন মেয়ে। অভিযোগ, আচমকাই তিনি দেখেন বাবা কাঠ নিয়ে তাঁর মায়ের মাথায় স্বজরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুর্গা। মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে মৃত্যু হয় দুর্গার।
এদিকে তখনই বাড়ি থেকে বেড়িয়ে ২ কিলোমিটার দূরে একটি ক্ষেতে গিয়ে বিষ খান নিতাই। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।