বরানগর: রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। এমনকি কিছুদিনের মধ্যেই লকডাউনের আশঙ্কায় ভুগছেন রাজ্যবাসী। এরই মধ্যে সতর্কতা হিসেবে উত্তর ২৪ পরগণারর বরানগরে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকছে। বেলা ২ টোর পরেই বন্ধ দোকানপাট।
গতকাল অর্থাৎ সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণাও যেভাবে সংক্রমণের নিরিখে অন্য জেলাগুলিকে টেক্কা দিচ্ছে। তার জেরেই এই পদক্ষেপ নিল প্রশাসন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই মাইকে করে প্রচার শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাজ্যে এক শ্রেণির অসতর্ক মানুষের জন্যই সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। মানুষ যখন বাজারমুখী এবং সামাজিক দূরত্ব পালন করছেন না, ঠিক তখনই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল প্রশাসন। এবার বাজার করার ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া হল।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, প্রায় এক বছর আগে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন এই রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিল বিভিন্ন স্থানীয় প্রশাসন। এক্ষেত্রে ভাইরাস যখন আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, তখন কোনো রাস্তা না দেখে আবার সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসনকে।