Barasat News
লড়াই ২৪ : শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আমডাঙা করুণাময়ী কালী মন্দিরের দুঃসাহসিক চুরি হয় কিছুদিন আগেই। সেই রেশ কাটতে না কাটতেই ফের চুরি বারাসাত ১১ নম্বর রেলগেট সংলগ্ন রাধাগোবিন্দ মন্দিরে।মন্দিরের দরজা ভেঙে বিগ্রহ স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ও দুটি প্রণামী বাক্স ভেঙে চুরি করে পালায় দুষ্কৃতীরা যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ্য টাকা। মঙ্গলবার ভোরে আরতি করতে উঠে মন্দির কর্তৃপক্ষ দেখতে পায় দরজা ভেঙে গ্রিল কেটে মন্দিরে চুরি হয়ে গিয়েছে। এরপরই মন্দির কর্তৃপক্ষ বারাসাত থানার লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।
Barasat News