bat madhyapradesh
মধ্যপ্রদেশ: আচমকা বাদুড়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের একটি গ্রামে। মধ্যপ্রদেশের বেতুলের ভীমপুর ব্লকে কিছু বাদুড় হঠাৎ করেই মারা যেতে শুরু করেছে। একেবারে বিনা কারণে। করোনায় বারে বারে যে ভাবে বাদুড়ের নাম জড়িয়েছে তাতে আতঙ্কিত স্থানীয়রা।
বেতুল জেলার বেহরা ধানা অঞ্চলে ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত কয়েক ডজন বাদুড় মারা যাওয়ার পরে সেগুলি একে একে নীচে পড়ে গিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাদুড় এখনও মৃত অবস্থায় গাছের উপর ঝুলছে বলে জানা গিয়েছে।
একেবারে অন্য রূপ, ২৫ বছরে সব থেকে স্বচ্ছ যমুনা
বাদুড়দের এই মৃত্যুর পরেই পশু বিভাগকে খবর জানানো হয়। তাঁরা সরেজমিনে পরীক্ষা করে বাদুড়ের ময়না তদন্তের নমুনা সংগ্রহ করেছে ও পরীক্ষার জন্য সেগুলি ভোপালে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান তীব্র গরমের কারণে এমনটা হতে পারে। জলের অভাবের কারণে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
bat madhyapradesh
আচমকা বাদুড়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের একটি গ্রামে। মধ্যপ্রদেশের বেতুলের ভীমপুর ব্লকে কিছু বাদুড় হঠাৎ করেই মারা যেতে শুরু করেছে। একেবারে বিনা কারণে। করোনায় বারে বারে যে ভাবে বাদুড়ের নাম জড়িয়েছে তাতে আতঙ্কিত স্থানীয়রা।
বেতুল জেলার বেহরা ধানা অঞ্চলে ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত কয়েক ডজন বাদুড় মারা যাওয়ার পরে সেগুলি একে একে নীচে পড়ে গিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাদুড় এখনও মৃত অবস্থায় গাছের উপর ঝুলছে বলে জানা গিয়েছে।
একেবারে অন্য রূপ, ২৫ বছরে সব থেকে স্বচ্ছ যমুনা
বাদুড়দের এই মৃত্যুর পরেই পশু বিভাগকে খবর জানানো হয়। তাঁরা সরেজমিনে পরীক্ষা করে বাদুড়ের ময়না তদন্তের নমুনা সংগ্রহ করেছে ও পরীক্ষার জন্য সেগুলি ভোপালে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান তীব্র গরমের কারণে এমনটা হতে পারে। জলের অভাবের কারণে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।