জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, মৃত ১

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, মৃত ১

মালদা: জমি বিবাদকে কেন্দ্র করে চললো গুলি, ঘটনায় মৃত একজন। জমিতে বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে রণক্ষেত্র, চলল গুলিও। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের যদুপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। থমথমে গোটা এলাকা। আহত ব্যক্তিকে বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম মরবেজ আলী (৪০) আহত ব্যক্তির নাম মহসিন আলী। বাড়ি চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর এলাকায়। অভিযুক্তরা হলেন শুকবর আলী ও তার ছেলে বাবলু আলী। ঘটনার পর থেকেই তারা এলাকা থেকে ঢাকা দিয়েছে ওই দুই অভিযুক্ত।

স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন সকালে যদুপুর গ্রামের মরবেজ আলী ও তার ভাসতা মহসিন আলী তাদের জমিতে বেড়া দিচ্ছিল। ওই সময় প্রতিবেশী সুকবর আলী বেড়া দিতে বাধা দেয়। বাধা দেওয়ার পরে দুই প্রতিবেশীর মধ্যে চরম বিবাদ শুরু হয়।

বচসা হতে হতে শুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। গুলি মরবেজ আলীর বুকে গিয়ে লাগে। অন্যদিকে সুখবর আলী ধারালো অস্ত্র দিয়ে মহসীন আলীকে কোপ মারে। এরপরই ঘটনাস্থলে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আকবর আলী ও বাবলু আলী।

তড়িঘড়ি দু’জনকেই প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসতে গেলে মরবেজ আলীকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে পথেই মৃত্যু হয় মরবেজ আলীর। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

মরবেজ আলীর ভাই বলেন ,”ওই জায়গাটা আমাদেরই। কিন্তু ওরা ঝামেলা করতো। আজ ওই জায়গাতে দাদা বেড়া দিচ্ছিল। সেই সময়ে প্রতিবেশীরা এসে ঝামেলা করে। সুখবরের হাতে দা ছিল এবং ওর ছেলে বাবলুর হাতে বন্দুক ছিল। “

স্থানীয় এক প্রতিবেশী বলেন,”ওরা দীর্ঘদিন ধরেই জায়গা নিয়ে ঝামেলা করতো। সকালে আজ এসে দেখি মরবেজ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে।

মরবেজ আলীর মেয়ে বলেন ,”এটা আমার বাবা ও দাদার জায়গা ছিল। এক বছর ধরে ওরা ঝামেলা করতো। আজ সকালে বেড়া দেওয়ার সময় আবার এসে ঝামেলা করে। তারপর এই ঘটনা ঘটে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment