সাবধান! শীতের মরসুমে বাড়বে করোনা সংক্রমণ, দাবি বিশেষজ্ঞদের
নয়াদিল্লি: সামনেই উত্সবের মরশুম। সেই সঙ্গে রয়েছে শীতের হাতছানি। এই দুইয়ের যুগলবন্দিতে বাড়বে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ যা সারতে দীর্ঘ সময় লেগে যাবে। একই সঙ্গে বায়ু দূষণ বাড়লে, দেশে করোনা আক্রান্তের সংখ্যাও হুহু করে বাড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
এক সাক্ষাত্কারে এমনটিই জানিয়েছেন নয়াদিল্লি AIIMS-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। তাঁর বক্তব্য, শীতের মরশুমে বাড়তি সচেতনতা অবলম্বন করা একান্ত গুরুত্বপূর্ণ। সাধারণত শীতকালে বায়ু দূষণের মাত্রা বাড়ে। চিন এবং ইতালিতে করা সমীক্ষায় দেখা গিয়েছে যে সব জায়গায় PM 2.5 লেভেলে সামান্য তারতম্য হয়েছে সেখানেই ৮ থেকে ৯ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
ডা. গুলেরিয়া জানান, ‘বায়ু দূষণ ফুসফুস ইনফ্লামেশনের জন্যে দায়ী। আবার SARS-COV-2 ও প্রধাণত ফুসফুসেই সংক্রমণ ঘটায় এবং দেখা দেয় ইনফ্লামেশন। ফলে এই শীতের মরশুমে সংক্রমণ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে, যেখানে এমনিই বায়ু দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে।’
ডা গুলেরিয়া আরও জানান, অতীত সমীক্ষায় দেখা গিয়েছে, সাধারণত ভারতে দুটি সময়ে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ দেখা যায়—বর্ষাকালে এবং শীতকালে। কোভিড-১৯-এর লক্ষণও ইনফ্লুয়েঞ্জার মতোই।
ধাপে ধাপে ভারতে লকডাউন উঠলেও, করোনাবিধিতে কোনও পরিবর্তন আসেনি। মানুষকে বার বার সচেতন করা হচ্ছে সব বিধি নিষেধ মেনে চলার জন্যে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড হাইজিন মেনে চলা।