tiktok vedios
লড়াই ২৪ ঃ বেলঘড়িয়া টেক্সএমএকো সংলগ্ন সাইডিং লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর উঠে মোবাইলে টিকটক শুটিং করতে গিয়ে হাইটেনশন তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বেলঘড়িয়া টেক্সম্যাকো এলাকায়।
মৃত যুবকের এখনো পর্যন্ত কোন নাম পরিচয় পাওয়া যায়নি, মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে দমদম জিআরপি অফিসারেরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি মৃত যুবকের সাথে বন্ধু-বান্ধব ঘটনাস্থলে ছিল কিন্তু ঘটনা ঘটার পর তাঁরা সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা যথেষ্টই হতবাক, রেল সাইডিং এ রেলের নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কি করে ট্রেনের উপরে উঠে মোবাইলে টিকটক শুটিং করল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পাশাপাশি রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ।
tiktok vedios