Belur Math
লড়াই ২৪ : বেলুড় মঠ নতুন বছরের প্রথম চারদিন বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হয়েছে। তবে মঠ কর্তৃপক্ষ কারণ সম্পর্কে কিছু জানায়নি।
ফলে পুন্যার্থীরা কল্পতরু উৎসবের দিন বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না। বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব। তাই ছুটির দিনে কাছেপিঠে বেড়াতে বেরিয়ে পড়ে কলকাতাবাসী। আর তাঁদের পছন্দের তালিকার একেবারে উপরের দিকে থাকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ।
কিন্তু মঠ কর্তৃপক্ষ নতুন বছরে তাঁদের জন্য দুসংবাদ দিল। বেলুড় মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ। ৫ জানুয়ারি থেকে ফের নিয়ম মেনে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে। জানিয়েছেন মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ।
মনে করা হচ্ছে, নতুন বছরের প্রথম দিন মঠে বহু মানুষের সমাগম হচে পারে। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
Belur Math