WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: রাজ্যে আরও দুটি এলাকা পেল পুরসভার মর্যাদা। গতকাল বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়ে যায়। এই প্রস্তাব পাশ হওয়ার পাশাপাশি ওই দিনই উত্তরবঙ্গের দুটি এলাকা পুরসভার মর্যাদা পায়। দুই জায়গাতেই পুর কাঠামো গঠনের কাজ শেষ হয়ে গিয়েছিল। এবার পুর মর্যাদা পেয়ে খুশি হয়ে গেল সেখানকার বাসিন্দাগণ।

রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গের দুটি এলাকাকে পুরো মর্যাদা দেওয়া হয়েছে। তবে এই এলাকাগুলি উত্তরবঙ্গের আলাদা আলাদা জায়গায় পড়ে। ময়নাগুড়ি এলাকাটি জলপাইগুড়িতে অবস্থিত এবং ফালাকাটা আলিপুরদুয়ারে অবস্থিত। ইতিমধ্যে ময়নাগুড়ি পুরসভায় জলপাইগুড়ি সদর মহাকুমাশাসককে পুর প্রশাসক হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। অপরদিকে, ফালাকাটা পুরসভায় আলিপুরদুয়ারের মহকুমাশাসককে পুর প্রশাসক হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকাড়। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য প্রশাসক বসানোর সিধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে রাজ্যে যে পুরভোট হতে চলেছে তাতে নাম থাকবে এই দুই নব গঠিত পুর এলাকারও। নির্বাচনের পর নতুন পুর বোর্ড এসে এই পুর এলাকার বাকি পরিকাঠামো তৈরি করবে। পুরসভা গঠিত হওয়ায় পুর এলাকার মানুষজন যে সমস্ত সুযোগ সুবিধা পায় সেই সব সুযোগ সুবিধাই পাবে এই এলাকাদুটি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন…..দেশের উত্তর-পূর্বে ফের বাড়ছে করোনার দাপট

গত মঙ্গলবার ফালাকাটার বিডিও প্রস্তাবিত পুর এলাকায় পঞ্চায়েত সদস্যদের ডেকে জানিয়ে দেওয়া হয় তাদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে ঠিক করা হয়েছে, ফালাকাটার পারঙ্গেরপার গ্রাম পঞ্চায়েত থেকে পরিচালিত হবে পুরসভার যাবতীয় কার্যকলাপ। এদিন ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার জানান, পুরসভার ওয়ার্ড বিন্যাস কীভাবে হবে তার একটি প্রস্তাব জমা করা হয়েছে। ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ তা বিবেচনা করে ঠিক করবেন।

 

রাজ্য সরকারের এই সিধান্তে বেশ আবেগাকুল তৃণমূল শিবির। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। আশা করা যায় পুর এলাকার বাসিন্দারা উন্নয়নের সঙ্গেই থাকবেন। তবে বিজেপি পুরসভাকে স্বাগত জানালেও তাঁদের দাবি, ‘আমরাও উন্নয়নের সঙ্গে আছি। তবে আগামী ছয় মাসের মধ্যে পুরভোট করানো চাই।’

 

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার