কলকাতা: প্রতিনিয়ত আঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে কোথাও নিজেকে হয়ে উঠতে হয় নিজের শেষ সম্বল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হয় যে সে বেঁচে থাকার লড়াইয়ে এত সহজে হার মানবে না। ঠিক এই কথাই বলে শুভজিৎ অনির্বেদদের আসন্ন মুক্তিপ্রাপ্ত অণুছবি “ভাঁড়”।
যেখানে দেখানো হয়েছে এক ভাঁড়ের গল্প। সে বলে লকডাউন তার সবকিছু কেড়ে নিতে চাইলেও তার লোক হাসানোর কেরামতি কেড়ে নিতে পারবে না। এই গল্পে একটি আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
চরিত্রায়ন নিবেদিত এই অণুছবিটি মুক্তি পাবে চলতি মাসেই। মুখ্য চরিত্রে অভিনেতা দেবরাজ মুখার্জী এবং বিদিশা দে মজুমদার। প্রযোজনা করেছেন শুভজিৎ ব্যানার্জী। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং নির্মাণ:- অনির্বেদ চট্টোপাধ্যায় (চরিত্রায়ন)।
bengali short film bhar