অভিজিৎ হাজরা, হাওড়া : বাড়ি থেকে বের হলে পড়তে হবে মাস্ক। এমনই নির্দেশ কেন্দ্র ও রাজ্য সরকারের। সরকারের সেই নির্দেশকে সামনে রেখে ভারতীয় জনতা মহিলা মোর্চা-র পক্ষ থেকে হাওড়া জেলার উলুবেড়িয়ার এস ডি ও অফিসের সামনে ২৫০ জন পথচলতি মানুষ, অটো-ট্রেকার চালক ও সহ চালকদের মাক্স বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের মোকাবিলায় একমাত্র সতর্কতা অবলম্বনই একমাত্র ভরসা। তাই মাস্ক পড়া জরুরী, জানান রাজ্য বিজেপি নেতা ও দক্ষ সংগঠক গৌতম রায়। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক বাধ্যতামূলক। তাই দলের মহিলা মোর্চার পক্ষ থেকে উলুবেড়িয়া এস ডি ও অফিসের সামনে এলাকার পথ চলতি মানুষ, অটো-ট্রেকার চালক ও সহ চালকদের মধ্যে ২৫০ টি ফেস মাস্ক বিতরণ করা হয়।
মহিলা মোর্চা-র পক্ষ থেকে সকলকে সচেতন করা হয়, তারা যেন বাড়ির বাইরে বের হলে মাস্ক অবশ্যই ব্যবহার করেন এবং সাবধানতা অবলম্বন করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করে।