ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে চাষীদের জল দেওয়া বন্ধ করলো ভুটান
নয়াদিল্লী: ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে এবার কৃষকদের জল দেওয়া বন্ধ করল ভুটান। ১৯৫৩ সাল থেকে আসামের বাকসা জেলায় একটি সেচ চ্যানেল দিয়ে জল দিত ভুটান।
কিন্তু হঠাৎই তা বন্ধ করে দেয়। কূটনীতিকদের মতে ভারতকে কোনঠাসা করতেই চীন এমন কৌশল নিয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় চাষীরা প্রতিবাদে নেমেছেন। তারা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছেন। ভুটান সরকার এ নিয়ে অবশ্য কোনো কিছুই বলেনি।
উল্লেখ্য ভারতের সীমান্তবর্তী পাকিস্তান, নেপাল,ভুটান এর সঙ্গে সীমান্ত বিবাদ চলছে। চীনা সরকার বাংলাদেশের উপর থেকে ৯৭% শুল্ক মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন