ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে চাষীদের জল দেওয়া বন্ধ করলো ভুটান

Loading

ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে চাষীদের জল দেওয়া বন্ধ করলো ভুটান

নয়াদিল্লী: ভারত- চীন সীমান্তে উত্তেজনার মধ্যে এবার কৃষকদের জল দেওয়া বন্ধ করল ভুটান। ১৯৫৩ সাল থেকে আসামের বাকসা জেলায় একটি সেচ চ্যানেল দিয়ে জল দিত ভুটান।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কিন্তু হঠাৎই তা বন্ধ করে দেয়। কূটনীতিকদের মতে ভারতকে কোনঠাসা করতেই চীন এমন কৌশল নিয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় চাষীরা প্রতিবাদে নেমেছেন। তারা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছেন। ভুটান সরকার এ নিয়ে অবশ্য কোনো কিছুই বলেনি।

উল্লেখ্য ভারতের সীমান্তবর্তী পাকিস্তান, নেপাল,ভুটান এর সঙ্গে সীমান্ত বিবাদ চলছে। চীনা সরকার বাংলাদেশের উপর থেকে ৯৭% শুল্ক মুকুবের সিদ্ধান্ত নিয়েছে।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: