ভারতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বড় ঘোষণা কেন্দ্রের
নয়াদিল্লি: করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। প্রতিনিয়ত সংক্রমণের সংখ্যা বাড়ার ফলে মানুষের মনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিয়ে এখনও পর্যন্ত আশার আলো দেখাতে পারেনি কেউই।
আগামী জুন মাসের মধ্যেই ভারত বায়োটেক করোনার ভ্যাকসিন নিয়ে আসার জন্যে কাজ চালাচ্ছে। আর এরই মধ্যে কেন্দ্রের তরফে বড় ঘোষণা। কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারঙ্গী জানিয়েছেন, দেশের মানুষকে একেবারে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ানো হবে। তিনি এও জানালেন যে, বিনামূল্যে কোভিড টিকা দিতে মাথাপিছু সরকারের খরচ হবে ৫০০ টাকা করে।
বিহার ভোটকে সামনে রেখে ইস্তেহারে বিহারের মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। বিরোধীরা প্রশ্ন তুলতে থাকে যে যেখানে মানুষ মরছে সেখানে ভ্যাকসিন নিয়ে রাজনীতি করা হচ্ছে।এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, নির্বাচনী ইস্তেহারেই এই আশ্বাস দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘোষণা করেছিলেন দেশের আপামর মানুষকে কোভিড টিকা দেওয়া হবে বিনামূল্যে। স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন আগেই জানিয়েছেন, আগামী বছরের জুলাই মাসের মধ্যে ২৫ কোটি ভারতবাসীকে ভ্যাক্সিন দেওয়ার টার্গেট নিয়েছে কেন্দ্র।