মুম্বই: এবার করোনায় আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। হাসপাতালে ভর্তি হলেন তিনি।
ট্যুইট করে তিনি জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভরতি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে।
তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই ট্যুইট করে আরোগ্য কামনা করেছেন অগণিত ভক্ত, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব।