নয়াদিল্লি: শেষ ২৪ ঘন্টায় দেশে রেকর্ড হারে সংক্রমণ। বুধবার সকাল ৮ টা ৩০ থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হলেন, ৪৫ হাজার ৭২০ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১,১২৯ জনের।
যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১২ লক্ষ। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের।
অন্যদিকে গত সোমবারই অক্সফোর্ডের গবেষকরা সুখবর দিয়েছেন। জানিয়েছেন, তাঁদের তৈরি ভ্যাক্সিনে ইমিউনিটি তৈরি হচ্ছে। প্রথম মাইলস্টোন পার করে ফেলেছেন বলেও জানিয়েছেন তাঁরা। এরপরই ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা জানান, ভ্যাক্সিন পেতে খরচ হবে না খুব বেশি।
তিনি জানিয়েছেন এই ভ্যাক্সিনের নাম হবে ‘কোভিশিল্ড’। ভ্যাক্সিন সফল হলেই ভারতে দ্রুত প্রচুর পরিমাণে ভ্যাক্সিন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।