নয়াদিল্লি: পাবজি সহ ১১৯ টি এপ্লিকেশন বন্ধের কথা জানিয়ে দিল কেন্দ্র। বুধবার এই ঘোষণা করা হয়েছে।
অনেকের দাবি, সীমান্তে নতুন করে সংঘর্ষের উত্তাপ চড়তেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৬৯এ ইনফরমেশন টেকনোলজি act এ ওই এপ্লিকেশনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
জানা যাচ্ছে, দেশে প্রায় 33 মিলিয়ন এক্টিভ পাবজি খেলোয়াড় রয়েছেন । বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ভারতীয় সাইবার স্পেসের সুরক্ষা, এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
উল্লেখ্য এর আগেও প্রায় ১৫০ টি চিনা এপ্লিকেশন নিষিদ্ধ করেছিল ভারত সরকার। ফের সেই একই ধাঁচের ডিজিটাল স্ট্রাইক করল ভারত।