বড়োসড়ো পরিবর্তন টাকা জমা এবং তোলার নিয়মের! জানুন বিস্তারিত
নয়াদিল্লি: এবার থেকে গ্রাহক ব্যাঙ্কে টাকা জমা করলে বা তুললে টাকা দিতে হবে। এব্যাপারে বয়স্ক নাগরিকদের কোনও ছাড় নেই।
তবে আশার কথা নিষেধাজ্ঞা জারি হচ্ছে না প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্টের গ্রাহক যাঁরা। এমাসের এক তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদা বা বিওবি–তে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এই নিয়ম।
চালু খাতা, ক্যাশ ক্রেডিট লিমিট এবং ওভারড্রাফ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিলে এবং সেভিংস্ অ্যাকাউন্ট থেকে টাকা তুললে এই টাকা দিতে হবে গ্রাহককে। পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের ক্ষেত্রেও এই নিয়ম চালু হলেও এই ব্যাঙ্কগুলি এখনও এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
নতুন নিয়মানুসারে, ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনবার বিনামূল্যে টাকা তোলা যাবে। তারপর টাকা তুললে ফ্ল্যাট ১৫০ টাকা করে দিতে হবে গ্রাহককে। সেরকমভাবেই সেভিংস্ অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনবার বিনামূল্যে টাকা জমা দেওয়া যাবে। চতুর্থবার থেকে টাকা জমা দিলেই গ্রাহককে অ্যাকাউন্ট পিছু ৪০ টাকা করে দিতে হবে।
1.চালু খাতা, কারেন্ট, ওভারড্রাফ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে—
দৈনিক এক লক্ষ পর্যন্ত টাকা জমা বিনামূল্যেই
এক লক্ষের বেশি হলে হাজার টাকা পিছু এক টাকা দিতে হবে। তিনবার টাকা তোলা বিনামূল্যে কিন্তু,
চতুর্থবার থেকে অ্যাকাউন্ট পিছু ১৫০ টাকা করে দিতে হবে।
2.সেভিংস্ অ্যাকাউন্টের ক্ষেত্রে—
তিনবার টাকা জমা বিনামূল্যে
দ্বিতীয়বার থেকে অ্যাকাউন্ট পিছু ৪০ টাকা করে দিতে হবে। তিনবার বিনামূল্যে টাকা তোলা যাবে
চতুর্থবার থেকে অ্যাকাউন্ট পিছু তোলায় ১০০ টাকা
বয়স্ক নাগরিকদেরও এক্ষেত্রে কোনও ছাড় নেই।