চণ্ডীগড়: ভয়াবহ ঘটনা চন্ডীগরে।বাড়ির মধ্যে ঢুকে, এক ভয়ঙ্কর সাপ! ১০ ফুট লম্বা ২০ কেজি ওজনের ভয়াল পাইথন। দোতলার সিঁড়ি মধ্যেই ঘুর ঘুর করছিল পাইথন।
পাশের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ওই বাড়ির সদস্যরা। বাড়ি ফিরতেই দেখন কুন্ডলী পাকিয়ে শুয়ে অজগর(পাইথন) সাপ। দেখেই রীইতিমতো কালঘাম ছোটে মালিকদের।
এরপর সাপ ধরা এক ব্যক্তিকে খবর দেয়া হয়। তিনি এসে বহু কষ্টে ওই সাপকে বন্দি করেন। পরে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।