biggest zoo made by Ambani
নয়া দিল্লি:‘স্ট্যাচু অব ইউনিটি’র মতো এ বার বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানার ঠিকানা হতে চলেছে সেই গুজরাটে।রাজ্যের জামনগরে এই চিড়িয়াখানাটি তৈরি করবেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।রিল্যায়ান্সের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর পরিমল নথবানি জানান, মুকেশ আম্বানির এই চিড়িয়াখানার সঙ্গে থাকবে একটি উদ্ধারকেন্দ্রও, সেটি দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করা হবে।
পিটিআই সুত্রে খবর, এই চিড়িয়াখানার নাম হবে ‘গ্রিনস জুলজিকাল রেসকিউ অ্যান্ড রিহেবিলেশন কিংডোম।’ ২৫০ একরেরও বেশি অঞ্চলের উপর গড়ে উঠবে এই চিড়িয়াখানা। বিশ্বের বৃহত্তম এই চিড়িয়াখানায় থাকবে ফ্রগ হাউস, ড্রাগন’স আইল্যান্ড, ল্যান্ড অব রোডেন্ট, অ্যাকোয়াটিক কিংডোম-সহ একাধিক বিভাগ। এই বিভাগগুলিতে থাকবে আফ্রিকার সিংহ, কোমোডো ড্রাগন, চিতা, জাগুয়ার, নেকড়ে, হিপ্পো, ওরাংওটাং, বেঙ্গল টাইগার-সহ একাধিক প্রাণী।
তবে চিড়িয়াখানাটি তৈরিতে মোট কত টাকা খরচ হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি রিলায়্যান্স গ্রুপ। আগামী ২ বছরের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের মধ্যে তৈরি হয়ে যাবে চিড়িয়াখানাটি, তারপরই খুলে দেওয়া হবে দর্শকদের জন্য বিশ্বের এই বৃহত্তম চিড়িয়াখানাটি।
biggest zoo made by Ambani