প্রতীকী ছবি
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ :বেপরোয়া গাড়ির ধাক্কায় উড়ে গেলেন একের পর এক বাইকার। ফের রাস্তায় আতঙ্ক ছড়াল এবার বেপরোয়া গাড়ি।

বাইকচালক নিয়ন্ত্রণ হারানো গাড়িটির ধাক্কায় প্রথমে উড়ে যান। এরপর একের পর এক পথচারীকে পিষল সেই গাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে, শিরোনামে সাম্প্রতিক অতীতে বারবার বেপরোয়া গাড়ির তাণ্ডব উঠে এসেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এমনকী কলকাতাও একই ঘটনার সাক্ষী থেকেছে সম্প্রতি। এবার ঘটনাস্থল রাজস্থানের যোধপুর। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গিয়েছে, যানবাহন ভরতি ভিড় রাস্তায় আচমকাই একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একাধিক বাইকচালককে। ছিটকে পড়েন তাঁরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাথে উঠে পড়ে গাড়িটি। পরপর আট থেকে ১০ জনকে পিষে দেয় ওই গাড়ি। ফুটপাথের দোকানেও ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি।

গোটা দেশ মর্মান্তিক ভিডিওটি দেখে শিউরে উঠছে। ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখেই গাড়ির চালককে চিহ্নিত করে পুলিশ। তাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল, মদ্যপ অবস্থাতে গাড়ি চালানোর সময়ই নিয়ন্ত্রণ হারায় সে। অভিযুক্তকে বিষয়টি বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার