ক্যানবেরা: অস্ট্রেলিয়ায় প্রচন্ড গরমের দরুন জঙ্গলে যে আগুন লেগে যায়, তাতে মৃত্যু হয়েছে ৩০০ কোটি বা ৩ বিলিয়ন পশু পাখির। পশু পাখিদের জন্য কাজ করা WWF-অস্ট্রেলিয়া সংস্থা এই সংখ্যার কথা জানিয়েছে।
পুড়ে মৃত প্রাণীর মধ্যে রয়েছে ১৪৩ মিলিয়ন স্তন্যপায়ী প্রাণী, ২.৬ বিলিয়ন সরীসৃপ প্রাণী, ১৮০ মিলিয়ন পাখি ও ৫১ মিলিয়ন ব্যাং।
ওই সংস্থার অস্ট্রেলিয়ার প্রধান আধিকারিক ডার্মোট ও’গরম্যান বলছেন, “বিশ্বের কোথাও এ ধরনের আর কোনও ঘটনা চিন্তা করাও কঠিন।” অধুনা ইতিহাসে এই ঘটনাকে সবচেয়ে খারাপ বন্যজীবন বিপর্যয় বলা হচ্ছে।
এই রিপোর্ট পেশের আগে অধ্যাপক ডিকম্যান জানুয়ারিতে অনুমান করে জানিয়েছিলেন, এই আগুনে এক বিলিয়নেরও বেশি প্রাণী মারা যেতে পারে। তবে এই সংস্থার রিপোর্ট তাঁর অনুমান ছাপিয়ে গিয়েছে। ওই সংস্থার তথ্য অনুযায়ী ডিকম্যানের অনুমানের চেয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩ গুণ বেশি প্রাণীর।