করোনার মধ্যেই দেশজুড়ে বার্ড’ফ্লু, আশঙ্কা বাংলাতেও
লড়াই ২৪: দেশে করোনার প্রতিষেধক আসার মধ্যেই এবার প্রকাশ্যে এলো নতুন বিপদ। বার্ড ফ্লু’র আতঙ্ক দেখা দিল ভারতের একাধিক রাজ্যে। সম্প্রতি রাজস্থানের ঝালাওয়ার জেলায় কাকপক্ষীর অস্বাভাবিক মৃত্যুর পরেই বার্ড-ফ্লুর উপস্থিতি ধরা পড়ে। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ভরতপুরে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল বার্ড পার্কে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
কেওলাদেও রাষ্ট্রীয় উদ্যানেও সতর্কতা জারি হয়েছে। রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশেও মারা যাচ্ছে মুরগি, ময়ূর, কাক-সহ অন্যান্য পাখি। সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ঝাড়খণ্ডেও। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে মোদী সরকার। এই আবহে বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক।
ভ্যাকসিন আসছে বলে আশায় বুধ বাঁধছে দেশের মানুষ। এর মধ্যেই সামনে নতুন বিপদ। বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে দেশের একাধিক রাজ্যে। সম্প্রতি রাজস্থানের ঝালাওয়ার জেলায় কাকপক্ষীর অস্বাভাবিক মৃত্যুর পরেই বার্ড-ফ্লুর উপস্থিতি ধরা পড়ে। করোনার মধ্যেই দেশজুড়ে বার্ড’ফ্লুর আশঙ্ক,
কিন্তু এই আশঙ্কার পরিস্থিতিতে বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু’র আতঙ্ক। উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মিলল একাধিক বুনো পায়রার দেহ। আশঙ্কা করা হচ্ছে বার্ড ফ্লুর জেরেই মৃত্যু হয়েছে পাখিগুলির। যদিও এখনও নিশ্চিত রিপোর্ট আসেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।