কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপির একমাত্র মাথাব্যাথা শাসক দলের মহাবৃক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসও যানে তাঁদের শক্তি সম্পর্কে, আর তাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছে, ‘এ ভোট আমার ভোট’। ২০১৬ এর মতোই একই কায়দায় নির্বাচনী বৈতরণী পার করতে মরিয়া ঘাসফুল শিবির।
অন্যদিকে বিজেপির এ রাজ্যে সবচেয়ে মুশকিল হল কোনও মুখ না থাকা। মমতা বন্দোপাধ্যায়ের ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বঙ্গ বিজেপিতে এমন মুখ কোথায়? অন্যদিকে অমই শাহ ঘোষনা করে গিয়েছেন, এরাজ্যে মুখ্যমন্ত্রী হবেন বাঙালিই। কিন্তু মুখ কোথায় পদ্ম শিবিরের।
আর তাই এখন চমক দিয়েই কাজ হাসিল করতে চাইছে বিজেপি। জানা গিয়েছে ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তারকা প্রার্থীকে দাঁড় করাতে পারে পদ্ম শিবির।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘শুধু ভবানীপুর কেন? বিধানসভা ভোটে বিজেপি আরও অনেক চমকই দেবে।’