কলকাতাঃ বাংলায় একুশের লড়াইয়ে আগে নিজেদের টিম সেট করতে বিশিষ্ট চার্টার্ড বিমানে উড়ে গেলেন দিল্লি। প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজধানী গেলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায়রা।
আজ বিজেপির সদর দফতরে বেলা ১১টা শুরু হয় এই বৈঠক এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবে অমিত শাহ সহ শিবপ্রকাশরা। আজ এই বৈঠকের পর জানা যাবে কে কোথায় প্রার্থী হবেন। সব পরিকল্পনা মতো চলতে আজ সন্ধ্যায় প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাসগ করতে পারবে বিজেপি সুত্রে খবর। এমনটাও জানা যাচ্ছে যে মনোনীত প্রার্থীরা আগামী ৭ মার্চ মোদীর বিগ্রেডের মঞ্চে থাকতে পারে।
বিজেপির ইঙ্গিত, এবার স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দিতে চান তাঁরা। এলাম, টিকিট নিলাম , এমনটা চলবে না দলে।গত তিন দিন ধরে রাজ্য বিজেপির নেতারা প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন । জেলা থেকে উঠে এসেছে নানা নাম। অনেক জায়গায় একটি কেন্দ্রের জন্য তিনটি থেকে পাঁচটি নামও এসেছে। এবার সেখান থেকে একজনকেই বাছাই করার চূড়ান্ত কাজটি করবেন অমিত শাহ।
অন্যদিকে তৃণমূল থেকে সদ্য দলে যারা এসেছেন তাদের অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে দল। যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, পাণ্ডবেশ্বরে জীতেন তিওয়ারি, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় টিকিট পাওয়ার সম্ভাবনা কে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সূত্রের খবর,দলই চায় শুভেন্দু নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়ুক।সুত্রের খবর, বিধানসভায় লড়তে পারেন দিলীপ ঘোষও। অন্যদিকে অঞ্জনা বসু, রিমঝিম মিত্র, অগ্নিমিত্রা পাল এর মতো নেতানেত্রীরাও দৌঁড়ে আছেন