নয়াদিল্লি: নারী নিগ্রহের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই আবারও এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তরাখণ্ডের বিজেপি নেতা ভগবৎ সিং বোরাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৪ আগস্ট সল্ট রেভেনিউ এলাকায়, যেখানে ১৪ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়। ৩০ আগস্ট অভিযোগ জমা পড়লে পুলিস তদন্ত শুরু করে। আলমোড়ার এসএসপি দেবেন্দ্র পিনচা জানান, শনিবার ভগবৎ সিং বোরাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সল্ট অঞ্চলের বিজেপির ব্লক শাখার প্রধান ছিলেন। ঘটনা প্রকাশ্যে আসার পরপরই বিজেপি তাকে দল থেকে বরখাস্ত করেছে।
এ বিষয়ে উত্তরাখণ্ডের কংগ্রেস প্রেসিডেন্ট করণ মেহরা বলেন, “বিজেপি সরকার মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা করার ছাড়পত্র দিয়েছে, এবং এই ঘটনা তারই প্রমাণ।”