আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি নেতা
উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়ি বাড়ির ঘটনায় আটক করা হয়েছে বিজেপি নেতা বাপিন দাসকে। তাঁর বাড়ি ৩ নম্বর কলোনি দালাল পাড়ায়।
অনেক দিন ধরে পুলিশের কাছে এমন অভিযোগ আসছিল যে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। মানুষকে ভয় দেখানো, অস্ত্র মজুদ করার মতো ঘটনার সাথে যুক্ত রয়েছেন।
শুক্রবার রাতে ঘড়ি বাড়ি এলাকা থেকে তাঁকে হাতেনাতে ধরে ফেলে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট জেলা পুলিশের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি সুরেন্দ্র সিং-এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। ধৃত বিজেপি নেতা বাপিন দাসের কাছ থেকে উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি ও একটি পিস্তল।
ওই বিজেপি নেতার সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের কারবার আছে কি না বা তিনি ভিন রাজ্য অস্ত্র পাঠাতেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্ত নেতাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।