কাশ্মীর: উপত্যকায় ফের জঙ্গি নিশানায় বিজেপি নেতা। কাশ্মীরের বারমুল্লায় রাস্তা থেকে অপহরণ করা হল স্থানীয় বিজেপি নেতাকে। তাঁর খোঁজে এলাকায় জোরদার তল্লাশি শুরু করেছে সেনা।
রাত ৮ টা পর্যন্ত ওই নেতার কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে জঙ্গিরাই অপহরণের পিছনে রয়েছে বলে দাবি সেনা ও পুলিশের।
বারামুল্লার অপহৃত এই বিজেপি নেতার নাম মেহরাজউদ্দিন মোল্লা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোপোরে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে অপহরণ করে জঙ্গিরা। জানা গিয়েছে, জোর করে একটি গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেহরাজউদ্দিনকে।