শুভম সিং, ময়না, পূর্ব মেদিনীপুর: রাতের অন্ধকারে ময়নার বিজেপি কর্মী খুন। একের পর এক বোমার আঘাতে ক্ষতবিক্ষত কর্মীর দেহ।
পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা ৮ নম্বর অঞ্চল এলাকার বিজেপির সক্রিয় কর্মী দীপক মন্ডলের দেহ উদ্ধার করা হয় পশ্চিম মেদিনীপুর এর সবং থানার ১১ নম্বর অঞ্চল করনপল্লী এলাকা থেকে। সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ময়নার বাকচা ৮ নম্বর অঞ্চল খিদিরপুর এলাকা।
এরপরই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, একের পর এক বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে।পুনরায় আবার গতকাল এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি। আর সেই সমস্ত খুনীদের শাস্তির দাবিতে এই পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিজেপি।