কলকাতা: খোদ দক্ষিণেশ্বর ন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে রমরমিয়ে মধুচক্র চলার অভিযোগ করল বিজেপির। এই নিয়ে মঙ্গলবার রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে হোটেল চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
তাঁদের দাবি, অবিলম্বে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির সংলগ্ন হোটেলগুলি থেকে এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। আর তা বন্ধ করা না হলে আগামিদিনে আরও বৃহত আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির।
প্রায় দুই ঘণ্টা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন হোটেল চত্বরে মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।