রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৪০
গুজরাট: বুধবার দুপুরে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাটের দহেজ। দাউ দাউ করে কালো ধোয়া বেড়োতে শুরু করে রাসায়নিক কারখানা থেকে। বিস্ফোরণের ফলে প্রায় ৪০ জন কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন।
আহত কর্মীদের বার করতে এগিয়ে এসেছিলেন কারখানার অন্যান্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্ধার করে ভারুচের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।
প্রশাসন এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন স্থানীয়দের, যাতে তাঁদের কোন ক্ষতি না হয়। স্থানীয়দের বেশ অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার আশেপাশের দুটি গ্রামের বাসিন্দাদেরও তাঁদের গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছে।
ভারুচ জেলার কালেক্টর এমডি মোদিয়া জানান, যশস্বী রসায়ন নামের একটি কৃষি-রাসায়নিক সংস্থার সারের কারখানা ছিল এটি। কারখানা থেকে বের হতে থাকা মারাত্মক ধোঁয়ার ছবি ও ভিডিয়ো সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে।