কলকাতাঃ একুশের বিধানসভার প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।আমডাঙার বিধায়ক টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বিধায়কের অনুগামীরা।
আমডাঙার বিধায়ক ছিলেন রফিকুর রহমান। এ নির্বাচন এ রফিকুলের বদলে টিকিট দেওয়া হয় মুস্তক মোরতাজা কে। যার জেড়েই ক্ষোভে ফেটে পরে রফিকুল অনুগামীরা।
আজ সন্ধ্যায় সন্তোষপুর মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল-কংগ্রেস সমর্থকেরা। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ জানায় তারা।তাদের বক্তব্য,”আমরা ঘরের ছেলেকেই চাই,বাইরের ছেলে দূর হাটো”।
অন্যদিকে বনগাঁতেও এমন ঘটনা দেখতে পাওয়া যায়। বনগাঁর পৌর প্রশাসক বনগাঁ(উত্তর) বিধানসভা এলাকা থেকে লড়বেন এটা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু তিনি টিকিট না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেয় তার অনুগামীরা।