আর দেরি নেই ৬৫ বছর পর আকাশে দেখা দেবে ‘ব্লু-মুন, দিনক্ষণ জানেন তো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

blue moon 31 october

এমন নিউজ আরও পেতে ওপরে ফলোও করুন 

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

নয়াদিল্লি: পিঙ্কমুন দেখেছিলেন অনেকেই। তাই বলে ব্লু-মুন? আজ্ঞে হ্যাঁ। ৬৫ বছরে না কি এমন ঘটনা আর ঘটেইনি। সারা পৃথিবী থেকেই একসঙ্গে দেখা যাবে ব্লু মুন।

রাতটা ৩১ অক্টোবর। বিশেষ পরিবেশে নানা শর্ত মিলে গেলে চাদকে এরাতে নীলচে দেখাবে। তবে পৃথিবীর অধিকাংশ দেশ থেকেই একে দেখাবে খুব উজ্জ্বল, গোল।

কোনও বছরের একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ব্লু-মুন বা নীল চাঁদ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনও সম্পর্ক নেই।

আমাদের দেশে ৩১ অক্টোবর, ২০২০ রাত ৮টার পর দেখা যাবে ব্লু মুন। ফটোপ্রেমীদের কাছে চাঁদের ফটো তোলার এ এক আকর্ষণীয় সময়।

blue moon 31 october

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment